জুয়ার আসর থেকে কুয়াকাটা পৌরছাত্রলীগের সভাপতি মজিবর হাওলাদারসহ তার সহযোগী শাহিন খান, কলিম মাহমুদ, রবিউল হাওলাদার ও গোলাম মাওলাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে মহিপুর থানা পুলিশ এদের কুয়াকাটা সৈকতের কিংস আবাসিক হোটেলের ১০৩ নম্বর কক্ষ থেকে গ্রেফতার করে। এ সময় তাস, জুয়ার নগদ পাঁচ হাজার ৪০ টাকাসহ উপকরণ জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা জানায় কুয়াকাটার কিংস হোটেল এখন অপরাধ জগতের লোকজনের নিরাপদ স্থান। এখানে কিংস হোটেল ম্যানেজার কলিম মাহমুদের নেতৃত্বে মাদকসহ অপরাধ কর্মকা- সংঘঠিত হয়ে আসছিল। একসময় খাবার হোটেলের বয় কলিম এখন মাদকের ব্যবসার মূল নিয়ন্ত্রক বলেও পুলিশের দাবি। কলাপাড়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে ছাত্রলীগ নেতা মজিবরের দাবি তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।