শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী গ্রামে মৃত আত্মীয় কে দেখতে এবং জানাযা পড়ার জন্য আসার পথে মঙ্গলবার সকাল ৭টার দিকে ময়মনসিংহের ফুলপুরের বাশাতি নামক নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৮জন মারা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২জনকে।
ওই মাইক্রোবাসটিতে মোট ১৪জন যাত্রী ছিলেন। সবাই তারা একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে। বাকিদের উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে এক শিশূ, ৫ নারী ও ২জন পুরুষ ছিলেন। জানা গেছে তাদের বাড়ী নালিতাবাড়ীতে নয়।
সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারীতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে ফুলপুরের বাশাতি নামক স্থানে রাস্কার পাশে পুকরে পড়ে যায়। খবর পেয়ে স্নানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় ৮জন অবস্থায় পায়। জীবিত উদ্ধার করে ২জনকে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল মাইক্রোবাসটি।