রংপুরের তারাগঞ্জে কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্থ ৪০০ জন দুঃস্থদের মাঝে চাল, তেল, সবজি, সাবান, মাস্কসহ বিভিন্ন ত্রান বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে ও তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ ও/এ বালিকা এ- কলেজ মাঠে অনুষ্ঠিত এই ত্রান বিতরন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় আরো উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হারুন অর রশিদ বাবুল, ইউএনও আমিনুল ইসলাম পিআইও আবদুল মোমিন প্রমুখ সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।