রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২০২০ - ২১ অর্থ বছরে খরিফ -২ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর - ২ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধূরী ডিউক। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন, উপজেলা আওগামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, সম্পাদক হারুন অর রশিদ বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন প্রমুখ। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা অশোক কুুমার রায় ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা উর্মী তাবাসসুম।