করোনার কারণে দীর্ঘ দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া লেখা নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ৮ মার্চ দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষনা করা হয়। এপ্রিল মাসে এইচ এস সি ও সমমান পরীক্ষা হওয়ার কথা থাকলেও তাও আবার স্থগিত করা হয়। পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পড়া-লেখা না করে অন্য মনস্ক হয়ে পড়েছে। বালাবাড়ীহাট এলাকার সোনারী পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রীর অভিভাবক মোঃ আকরামুল হক জানান, দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ থাকায় আমার মেয়ে বিদ্যালয়ে যেতে না পেরে পড়া-লেখার মনোযোগ হারিয়ে ফেলেছে এবং আমার বাড়ীতে কোন টেলিভিশন ও রেডিও না থাকায় টিভিতে প্রচার করা শিক্ষা মুলক অনুষ্ঠানও দেখতে পারছে না। থানাহাট এইউ পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রের পিতা- মোঃ নজরুল ইসলাম জানান, দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকায় বিজ্ঞান শাখায় পড়-য়া আমার ছেলে ক্লাস না করতে পেরে খেলা ধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। তিনি আরও জানান, দীর্ঘ সময় পড়া-লেখার ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে অতিসত্তর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। এইচ এসসি পরীক্ষার্থীর পিতা- মোঃ আবদুল বাতেন জানান, সঠিক সময়ে পরীক্ষা দিতে না পেরে আমার মেয়ের পরীক্ষার প্রস্তুতি নষ্ট হয়ে গেছে। কখন যে পরীক্ষা হবে তাও জানিনা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ আহমেদের সাথে কথা হলে তিনি জানান, রেডিও টিভিতে প্রচারিত পাঠদান অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য উৎসাহিত করতে প্রতিদিন ৫ জন শিক্ষার্থী ও অভিভাকের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের একই কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারী নিদের্শনা শত ভাগ বাস্তবায়নে দাপ্তরিক কর্মকর্তাগণকে নির্দেশ দেওয়া হয়েছে।