রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাসী হামলা চালিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন ও বাড়ীর বাউন্ডারী ওয়াল ভাংচুর করাসহ জীবন নাশের হুমকি প্রদান করছে।
মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক সম্মেলন অভিযোগ করেছেন উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের কাজী মোকাররম হোসেনের ছেলে কাজী কামরুল হাসান লাভলু।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমি পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করছিলাম। সামাজিক ভাবে আমার খ্যাতি রয়েছে। গত ১৪ আগস্ট সকাল ৮ টায় আমার বাড়ীতে প্রবেশ করে রামদিয়া গ্রামের মৃত কাজী মোকাররম হোসেনের ছেলে কাজী জাহিদ হাসান মজনুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোক ভাড়া করে রামদা, লোহার রড, ফালা, ট্যাটা, কুড়াল, দা নিয়ে অর্তকিতভাবে হামলা করে ধরন্ত আমগাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ ও পেয়ারা গাছ, কলার গাছ, মেহগনি এবং কাঠের পোয়া গাছ কর্তন করে। গাছ কর্তন করে প্রায় ১লক্ষ টাকা ও বান্ডারী ওয়ালের গ্রেড ভিম ভেঙ্গে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ কাজে বাধা দিলে কাজী মোকাররম হোসেনের ছেলে কাজী শামিম হাসান, কাজী জাহিদ হাসানের ছেলে দীপন, শাওন, দক্ষিণবাড়ী গ্রামের কাজী শামিম হাসানের ছেলে তামিম, ফাইম, রবিউল্লাহের ছেলে রমজান এবং মুজাফ্ফর, হামেদ আলীর ছেলে ইব্রাহিম, মোসলেমের ছেলে সাগর, মৌলভী আবদুল মালেকের ছেলে মহিমসহ অজ্ঞাত সন্ত্রাসী প্রকৃতির লোক লুণ্ঠিত করে যায়।
তিনি আরো বলেন, পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে বাড়ীর প্রাচীর গেট ভীম ভেঙ্গে ফেলে ক্ষতিসাধন করে। ভাঙ্গার সময় আমি এগিয়ে গেলে দিপন আমাকে ট্যাটা চালিয়ে মারে। তখন গাছের আড়াল হলে প্রাণে বেচে যাই। পরবর্তীতে তারা গলার হলকম ধরে হত্যার চেষ্টা করে। আমার বাড়িতে কর্মরত কাঠ মিস্ত্রিরা আমাকে উদ্ধার করে ঘরের ভিতর নিয়ে যায়। আমি যাতে ঘর থেকে বের হতে না পারি, সে জন্য হামলাকারীরা অবরুদ্ধ করে রাখে। প্রতিবেশি মোসলেম পাটোয়ারীর সহযোগিতায় বাড়ীর পিছন গেট দিয়ে বাহির হয়ে থানা পুলিশের আশ্রয় গ্রহণ করি। থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ এলিজ, সৈয়দ ইকবাল ও মোঃ রাজ্জাক মন্ডল।