ডুমুরিয়া থুকাড়া বাজার বণিক সমিতির আয়োজনে আর.আর.জি.টির উদ্যগে বাজারে কাঁচা ও পাইকারী বিক্রেতাদের জন্য তরকারী সরবারহ করার শুভ উদ্বোধন হয়। সোমবার থুকড়া বাজার মহিলা মার্কেট চত্বরে শুভ উদ্বোধন করে। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সামিতির সভাপতি আবদুল হামিদ বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন জনতার প্রিন্সিপাল কর্মকর্তা এস এম গোলমা কুদ্দুস, আ:লীগ নেতা বি এম নিজার উদ্দীন, আ:লীগ নেতা এস এম নূর আহম্মেদ মুকুল, সাবেক বণিক সমিতির সভাপতি গাজী মোনায়েম হোসেন, মাস্টার বি এম আইয়ুব, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: ইদ্রিস মোল্যা, সহ-সভাপতি ইব্রাহিম মোল্যা, মানিক রায়, কোষাধক্ষ্য মো: ওসমান বিশ্বাস প্রমুখ। এসময়ে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতে একটি লাউ ১০০টাকা দরে বিক্রি হয়। বণিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বাজারে বেচা কেনা চলবে।