নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় কর্মকর্তা চয়েজ মদ উদ্ধার করেছে।
বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়ন সুত্রে জানাগেছে, গত ১৬ই আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির টহল দল আদাতলা সীমান্তের ২৪৪/৩-এস পিলার এলাকার মদনাজোলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাকারবারীর দল দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই স্থানে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৪ (চৌত্রিশ) বোতল ভারতীয় কর্মকর্তা চয়েস ব্্রান্ডে মদ উদ্ধার করে।