মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়মিত বেতন-বোনাস ও বকেয়া ওভার টাইমের মুজুরি দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা টুস্যু পেপার মিলের শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দুপুর ২ টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে তারা মিলের প্রধান ফটোকের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টুস্যু পেপার মিলের শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছে না। অনেক সময় দুই তিন মাস পর পর তারা এক মাসের বেতন পান এছাড়াও গত প্রায় পনের মাস ধরে ওভার টাইমের মুজুরি দেওয়া হচ্ছে না তাদের। এমতাবস্থায় নির্ধারিত সময়ের বেতন-বোনাস এবং ওভার টাইমের মুজুরি দাবিতে পথে নেমেছে তারা। গজারিয়া থানার কর্মকর্তা ইনবচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, মহাসড়কের শ্রমিকদের অবরোধের কারণে যান যটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে দুপুর তিন টায় মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিকদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি শ্রমিকদের দাবীদাওয়াগুলো লিখিত আকারে মালিক পক্ষের কাছে পেশ করতে বললেন। আন্দোলনরত সাময়িক বন্ধ রেখে মালিক পক্ষের সিদ্ধান্ত উপর আস্থা রাখতে বলেন। তিনি তবে তার এ বক্তব্য ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা আন্দোলন অব্যহত রেখেছেন। এ ব্যাপারে বসুন্ধরা টিস্যু পেপার মিলের প্রশাসনিক কর্মকর্তা দীপক দত্তের সাথে কথা বলছে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান, কথা বলতে রাজি হয়নি।