জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক গঙ্গাচড়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গ্রামীণ ব্যাংক গঙ্গাচড়া শাখা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক রংপুরের জোনাল ম্যানেজার মুন্সি মোঃ আবুল হোসেন। এ সময় গ্রামীণ ব্যাংক রংপুরের জোনাল অডিট কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া শাখা ব্যবস্থাপক রাকিবুল হাসানসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শনিবার দিনব্যাপী গ্রামীণ ব্যাক গঙ্গাচড়া শাখার উদ্যোগে প্রায় শতাধিক সদস্যদের বাড়িতে বৃক্ষরোপন করা হয় বলে গ্রামীণ ব্যাংক কার্যালয় সূত্রে জানা যায়।