ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবদুর রউফ (৭৩) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
তিনি হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
রোববার সকাল ৯টায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
শনিবার দিনাজপুর আবদুর রহিম মেডিকলে কলেজ ও হাসপাতালের নমুনা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। হরিপুর উপজেলার হাসপাতারের মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা বলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের নামাজের জানাযা রোববার বিকাল ৫টায় রাস্ট্রীয় মর্যদায় অনুষ্ঠিত হওয়ার পর দেহট্র গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।