জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আজ রোববার ১৬ আগস্ট সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ব্যাগসহ স্যানেটারী সামগ্রী ন্যাপকিন সরবরাহ করা হয়েছে।
নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নয়াবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ লতিফ, সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আজাহার আলীসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এ সময় ৬ষ্ট হতে ১০ শ্রেনীর ১৫৫ জন ছাত্রীদের মাঝে ২০১৯-২০ ইং অর্থ বছরের এলজিএসপির-৩ এর ২য় পর্যায়ের অর্থায়নে ১টি স্কুল ব্যাগ, ১টি তোয়ালে, ১টি সাবান, ২টি স্যানেটারী ন্যাপকিন, ১টি মাকস, ১টি হ্যান্ড ওয়াস মোট ৬টি সামগ্রী নয়াবিল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরন করা হয়।