উপজেলা প্রশাসনের প্রহসনের অভিযান; কয়েককোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার
এন এন বি,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খননকৃত প্রায় ৪ কোটি টাকা মুল্যের ৭০ লাখ সিএফটি বৈধ বালু ইজারার আগেই হরিলুট করছে পীরগঞ্জের প্রভাবশালী কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ। উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে করতোয়া নদীর খননকৃত ওই বালু দিনেরাতে বিশ্বেেরাডের ট্রাকে করে উপজেলা সদর দিয়ে হরিলুট করা হচ্ছে। অপরদিকে উপজেলা প্রশাসন বালু রক্ষার নামে দায়সারাগোছের ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নে করতোয়া নদীপাড়ের দক্ষিণ দুর্গাপুর ও বিছনা গ্রামে গত শুকনো মওসুমে দ্বি-বার্ষীক পরিকল্পনায় পৃথক ৬ টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নদী খনন করে। খননে প্রায় ৭০ লাখ সিএফটি বালু উত্তোলন করে ইজারার জন্য নদীপাড়েই মজুদ করে রাখা হয়। সে সময় ওই বালু দখলে নিয়ে বিক্রির জন্য উপজেলা চেয়ারম্যান, এক ভাইস চেয়ারম্যানসহ উজ্জ্বল নামের এক যুবকের নেতৃত্বে ১৬/১৭ জনের একটি দলের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে চেয়ারম্যানের ভাই আবদুল মান্নানসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়। পরিস্থিতি বেসামাল হলে গত ৮ এপ্রিল ইউএনও টিএম মমিন টুকুরিয়া ইউনিয়নের বিছনা ও দক্ষিণ দুর্পাপুর গ্রামে করতোয়া নদীতে খননকৃত দেড় কি.মি এলাকায় বালু উত্তোলন এবং নদী খনন না করার জন্য অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করেন। যা এখনও বলবৎ রয়েছে।
এদিকে পাউবো কর্তৃপক্ষ ওই বালু ইজারায় বিক্রি জন্য রংপুরের জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার চিঠি দেয়। জেলা প্রশাসকও বালু ইজারার জন্য ভুমি মন্ত্রনালয়ের কাছে প্রয়োজনীয় ব্যস্থা নেয়ার জন্য নির্দেশনা চেয়েছেন। অপরদিকে নদী খননের প্রায় ৪ মাস পর উপজেলার ৩ প্রভাবশালী জনপ্রতিনিধি, বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং উজ্জ্বল গংয়ের লোকজনের নেতৃত্বে বালুগুলো বিক্রি শুরু করা হয়েছে। প্রতিদিনই রংপুর-ঢাকা মহাসড়কের শতাধিক ড্রাম ট্রাক, শতশত মাহেন্দ্রযোগে ধুমছে বালু হরিলুট চলছে। এ নিয়ে ইউনিয়নটির চেয়ারম্যান ইউএনওসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করলেও বালু হরিলুট ঠেকাতে পারছে না। ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল বলেন, উপজেলা প্রশাসন সবই জানে কিন্তু ব্যবস্থা নেয় না। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য ২ দিন এ্যাসিল্যান্ড গিয়ে ফিরে এসেছে। অথচ সেখানে ট্রাকে বালু ভর্তির স্ক্যাব্যাডার ভেকু) মেশিন ছিল। তিনি তা আনেননি। তিনি আরও বলেন, সবাই ম্যানেজ হয়ে বালু হরিলুট করছে। পাউবোর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ৭০ লাখ সিএফটি বৈধ বালু খনন হয়েছে। ইজারা মুল্য প্রায় ৪ কোটি টাকা হবে। যা পুরোটাই সরকার পাবে। কিন্তু কয়েকজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই বালু হরিলুট করছে। হালে ভ্রাম্যমান আদালত ও বালু পাচারকারীদের মধ্যে লুকোচুরি চলছে মর্মে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান। নবাগত ইউএনও মেজবাউল হোসেন বলেন, বালু রক্ষায় ভ্রাম্যমান আদালত করার জন্য ২ বার এ্যাসিল্যান্ডকে পাঠিয়েছি। কিন্তু কাউকে পাওয়া যায় না। দিনেরাতে বালু নিয়ে গেলে আমি কি করবো বলেন ? এই বলে উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।