জামালপুরের মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এসএম আঃ মান্নান ১৬ আগস্ট ভোর ৬টা ৪৫ মিনিটে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি.... রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস-উচ্চ রক্ত চাপ জনিত রোগে ভোগতে ছিলেন। তিনি ১১নং সেক্টরে শহীদ আমানুল্লাহ কবিরের সহযোদ্ধা ছিলেন। মেলান্দহের ইতিহাসে আ: মান্নান প্রথম সারির গেরিলা ট্রেনিং গ্রহণ করেন। রোববার বাদ আসর মরহুমের নামাজে শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে-নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আঃ মান্নানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।