কুড়িগ্রামের চিলমারী উপজেলার বন্যার্তদের মাঝে সেলিনা মনিরের পক্ষথেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে চিলমারী সরকারি কলেজ মাঠে ৪‘শ বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, ফিটকারী, চিড়া, স্যানিটারী ন্যাপকিন, মাস্ক, খাবার স্যালাইন, নাপা ট্যাবলেট বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম রাকু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সেলিনা মনিরের পক্ষ থেকে রাইয়ান আমিন ফাহাদ, সাদ্দাম ব্যাপারী, হৃদয়, মাজুন, নিশাত উপস্থিত ছিলেন।