জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে লাইট হাউস কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রজেক্ট- ২য় পর্যায় রংপুর সিটি কর্পোরেশনের ৪ টি সেন্টার ( সাতমাথা, এরশাদনগর, নিউ জুম্মাপাড়া এবং সম্মানীপুর) এর মাধ্যমে সারাদিনব্যাপী বিনামুল্যে স্বাস্থ্য সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, করোনা বিষয়ক সচেতনতামুলক মাইকিং এবং বিনামুল্যে মাস্ক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদসবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রকল্পের সকল কর্মকর্তা এবং কর্মচারী ওই কার্যক্রমে অংশগ্রহণ করেন।