কুড়িগ্রামে ভাবগম্ভীর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা করেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে রৌমারী উপজেলায় জাতীয় শোক দিবস এর কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। এছাড়াও জেলার সবগুলো উপজেলা ও পৌরসভা সমুহে জাতীয় শোক দিবসে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
কুড়িগ্রাম টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: রেজাউল করিম, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমূখ।
অপরদিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নুরে তাসমিন, সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ আকলিমা বেগম, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রাজু সরকার, যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার প্রমূখ। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র চত্বরে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।