রংপুরের তারাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার শুরুতে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেছেন প্রশাসন ও দলীয় সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, তারাগঞ্জ থানা ও হাইওয়ে থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ ,ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি -২ তারাগঞ্জ জোনাল অফিস ,সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
পরে দোয়া মাহফিল, এবং উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন -অর - রশিদ বাবুল,সহকারি কমিশনার (ভূমি ) শারমিন সুলতানা ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী,ওসি জিন্নাত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়াজিদ বোস্তামী, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, মহিউদ্দিন আজম কিরণ, রফিকুল ইসলাম রফিক, সহ আওয়ামী লীগ ,যুবলীগ,, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
শেষে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে নগদ অর্থ সহায়তা দেন উপস্থিত অতিথিবৃন্দ।