যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ঘোড়শাল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস, ইউপি সচিব প্রতাপ বিশ্বাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।