বাংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পঞ্চগড়ের বোদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, শোকর্যালী, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালেয় দলীয় পতাকা উত্তোলন, কুরআন তেলওয়াত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবিসহ আওয়ামী লীগের দলীয় অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দরা। পরে অনলাইনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১৩ লাখ ৭২ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার প্রত্যেক স্কুল, কলেজ ও মাদরাসায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।