জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ৭১ জন যুবক ও যুবতীদের মাঝে ১৩ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা। এ সময় বোদা থানার কর্মকর্তা ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা লুৎফর রহমান সহ আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।