স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জুম অ্যাপে আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার যুক্ত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া,গীতা পাঠ এবং ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,সহকারি কমিশনার (ভূমি) সোহরাব হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই,উপজেলা প্রাণী সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আশিষ কুমার,উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা,মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।