শনিবার টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩৫টি ওয়ার্ডে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জাতীর জনকে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শোক র্যালী, জাতীয় পতাকা অর্ধনিমিত্ত দোয়া মাহফিল,আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে শোক দিবসে আলোচনা সভায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু ,ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম,অপরদিকে ঘাটাইল উপজেলার পৌর সভাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গনভোজে পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান,রানা। এ সময় তার সাথে ছিলেন পৌর কাউন্সিরল শেখ মোঃ কবির আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার,সহ সভাপতি আবু হানিফ,উপজেলা যুবলীগের সদস্য এস এম বাবলু, উপজেলা নবীনলীগের সভাপতি মোঃ সেলিম খান,সাধারণ সম্পাদক সালাউদ্দিন তুষার,বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ খোরশেদ আলম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান মানিক, এপিএস সাবেক সংসদ সদস্য আসিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কর্মসুচিতে উপস্থিত ছিলেন।