জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শনিবার ১৫ আগস্ট সকালে শেরপুরের নালিতাবাড়ীতে আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট সংস্থা) কর্তৃক এক বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আরডিএস সমৃদ্ধি শাখা ও আরডিএস নালিতাবাড়ী শাখার যৌথ উদ্যোগে তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরডিএস সমৃদ্ধি শাখা অফিসে ফলজ ও বনজ বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন, আরডিএস সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান, সমৃদ্ধি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আজিজুল হক, আরডিএস শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলাম, প্রবীন কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ আসলাম উদ্দিনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।