পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১ঘটিকায় উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনের রাস্তায় দাঁড়িয়ে এ শোক কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী শাখার সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরুর নেতৃত্বে আয়োজিত মৌন শোক অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে আয়োজিত কর্মসূচীতে আরোও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী শাখার সাধারন সম্পাদক ব্যবসায়ী গনেশ চন্দ্র ঘোষ ভানু, সহ-সভাপতি ব্যবসায়ী প্রদীপ কুমার বর্মন সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা-কর্মী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় দুর্গা মন্দির নির্মান কাজের উদ্বোধন করলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মান কাজের ফলক উন্মোচন করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার সাদাত সম্রাট। পরে আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরুর সভাপতিত্বে আয়োজিত মন্দির নির্মানকাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য মো: মাজেদুর রহমান বকুল ও মোছা: লুৎফা বেগম, আটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ মো: ইজার উদ্দীন, রাধারনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বাবু কল্যাণ কুমার ঘোষ। মন্দির পরিচলনা কমিটির সাংগঠনিক সম্পাদক হীরুরঞ্জন ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু। উল্লেখ্য, ১৯৮৪ খ্রি: প্রতিষ্ঠিত আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূর্বের ঘর ভেঙ্গে নতুন করে নির্মানে ব্যায় ধরা হয়েছে প্রায় ২৫ লক্ষাধিক টাকা।