নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সামসুল আলম প্রামানিক। শুক্রবার সন্ধ্যায় সাবেক সাংসদ সামসুল আলম প্রামানিকের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপু, মনোজিৎ কুমার সরকার, বেলাল হোসেন খান, গোলাম সোরয়ার স্বপন, প্রভাষক এমদাদুল হক, গোলাম নবী কাবুল, যুবদলনেতা মিজানুর রহমান নান্টু, আবদুল মালেক, এনামুল হক, অ্যাড. মিজানুর রহমান, ওবাইদুল হক, গোলাম রাব্বানী, ফরিদ উদ্দিন, আনারুল ইসলাম প্রমুখ।
মতবিনিময়কালে সাবেক এমপি সামসুল আলম বলেন, যুবদলের ত্যাগী নেতাকর্মিদের অবমূল্যায়ন করে সম্প্রতি মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঠাঁই দেয়া হয়েছে দুর্নীতিবাজদের। অবিলম্বে এ আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাকর্মিদের নিয়ে কমিটি গঠনের দাবি করেন তিনি।