বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নমুনা সংগ্রহের ফলাফলে গতকাল পর্যন্ত ফকিরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানার এসআই গৌতম কুমার হালদার, হাসপাতালের ডা: জাবের হোসেন ও আনসার ভিডিপির কর্মকর্তা এমডি শামিউল ইসলাম সহ নতুন ৭ জন করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক সহ এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭৬জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০জন। এ পর্যন্ত মোট সুস্থ্ হয়েছেন ১৩১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।