পঞ্চগড়ের বোদায় মেহমান খেতে এসে পানিতে ডুবে জয়া রানী(৭) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের মালীপাড়া নিতাই সরকার গ্রামে। পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মালীপাড়া নিতাই সরকার গ্রামের কালী প্রসাদ এর বাড়িতে মেহন খেতে আসেন তার বউয়ের বড় ভাইয়ের মেয়ে। শুক্রবার দুপুরে স্থানীয় কয়েক জন বন্ধু মিলে জয়া রানী পুকুরে গোসল করতে নামে। পুকুরে গোসল করার একপর্যায়ে জয়ারানী পুকুরে গভীরে চলে যায়। এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে সাকোয়া ইউ‘পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃত শিশু কন্যাটিকে তার বাবার বাড়ী দেবীগঞ্জ উপজেলার কালুরহাট নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার দাহকার্য অনুষ্ঠিত হবে।