খুলনার পাইকগাছায় চাঁদখালী ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক মনছুর আলী গাজীর সাথে যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিমের মোবাইলে কথোপকথন নিয়ে গতক'দিন ধরে এ জনপপদে আলোচনার কে›ন্দ্র বিন্দু হয়ে দাড়িয়েছে। কথোপকথন নিয়ে চলছে চুল-চেরা বিশ্লেষন ও রাজনৈতিক হিসাব-নিকাশ করছেন অনেকেই। এদিকে সাবেক চেয়ারম্যানের সাথে মোবাইলে ফোনালাপের কিছু অংশ অনভিপ্রেত ও এ ঘটনার দুঃখ প্রকাশ করে যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গনমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত আবেগঘন লিখিত বিবৃতিতে তিনি জানান, ঘটনার দিন সকালে চাঁদখালী ইউপির আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মনছুর গাজী (নানা) আমাকে মোবাইল করে পরিকল্পিত ভাবে কথায়-কথায় উত্তেজিত করে আমাকে ফাঁদে ফেলে এ কথোপকথন এডিড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সুবিধা নিচ্ছেন। এমএম আজিজুল হাকিম জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথ অনুসরনের কথা উল্লেখ করে এক আবেগঘন বিবৃতি দিয়েছেন। তিনি ছাত্রজীবন ও দীর্ঘ যুবরাজনীতির পথ পাড়ি দিয়ে দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মতো তিনিও জামায়াত-বিএনপির শাসনামলে তার ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, বিগত ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডঃ সোহরাব আলী সানাকে ও একই বছরে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে বিজয়ী করতে সাধ্যমত ভূমিকা পালন করেছি। একই ভাবে ’১৫ সালে পৌর নির্বাচন মেয়র সেলিম জাহাঙ্গীর, সর্বশেষ ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সালে দল মনোনীত নৌকার প্রার্থী যুব সমাজের অহঙ্কার আক্তারুজ্জামান বাবুকে বিজয়ী করতে ও ২০১৯ সালে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী গাজী মোহাম্মদ আলীর বিজয়ে ক্ষুদ্র কর্মী হিসাবে আমার ভূমিকা কতটুকু তা পাইকগাছার মানুষ অবহিত। সর্বশেষএমএম আজিজ হাকিম বলেন, এ জনপদে দলীয় রাজনীতির বিভাজনে নেতাদের পছন্দণ্ডঅপন্দের কারণে আমি এ পরিস্থিতির স্বীকার মাত্র। এদিকে কথোপকথনকে কেন্দ্র করে ইতোমধ্যে উপজেলা যুবলীগ জরুরী সভা করে যুবলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এমএম আজিজুল হাকিমকে সাময়িক বহিস্কারের প্রস্তাব করে তা অনুমোদনের জন্য সংগঠনের জেলা কমিটিতে প্রেরনের সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে উপজেলা আওয়ামী লীগের সভায় এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জেলা সংগঠনকে তা বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে।