পুরো রাজধানীজুড়ে তারের জঞ্জাল। অলিতে গলিতে বিদ্যুতের খুঁটিতে তার আর তার। ডিশ ক্যাবল লাইন, ইন্টারনেট লাইন, টেলিফোনের লাইনসহ যত্রতত্র ক্যাবল টানানোর ফলে তারের জঞ্জালে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। এ অবস্থায় ঝুলন্ত তার অপসারণের মাধ্যমে শহরের সৌন্দর্য ফেরাতে কঠোর হচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ আগস্ট থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ঝুলন্ত তার সরিয়ে নেয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া বেঁধে দেয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ১ অক্টোবর থেকে ঢাকা উত্তরে যত ঝুলন্ত তার আছে সেগুলো কেটে ফেলা হবে। ঝুলন্ত তার সরানোর জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়। রাস্তায় বা ল্যাম্পপোস্টে অবৈধ ঝুলন্ত পোস্টার বা বিজ্ঞাপন বোর্ড থাকতে পারবে না। এ ছাড়া শহরের দেয়ালে যারা লিখবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে। আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করব। এই কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, আমরা বহির্বিশ্বে গিয়ে দেখি, আকাশের দিকে তাকালে কোনো বাধা নেই। কিন্তু ঢাকা শহরে যখন আসি তখন দেখি শুধু বাধা আর বাধা, তারের জঞ্জাল। আমরা সব তার অপসারণ করব-সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক বা কোনো সরকারি সংস্থার হোক। পর্যায়ক্রমে সব তার অপসারণ করা হবে। শিথিলতার কোনো সুযোগ নেই। আগামী ডিসেম্বরের মধ্যেই তারের জঞ্জালমুক্ত একটি ঢাকা নগরী ঢাকাবাসীকে উপহার দেয়ার লক্ষ্যের কথা বলেন মেয়র।
নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। বছরের পর বছর ধরে রাস্তার পাশে ঝুলন্ত তারের জঞ্জাল যেমন সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছিল, তার পাশাপাশি এগুলোতে ছিলো নানা রকমরে ঝুঁকিও। রাজধানীর তারের জঞ্জাল দ্রুত সরিয়ে ফেলতে হবে। ঝুলন্ত তার অপসারণে গত ১২ বছর ধরেই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও ক্যাবল অপারেটরদের। আল্টিমেটাম দেয়া হয়েছে বার বার। কমিটি গঠন করে বিভিন্ন সময় একেকটি সড়কের ঝুলন্ত তারও কেটেছে ওই কমিটি। তবে তার কেটে দেয়ার ২-৪ ঘণ্টা পরেই আবারও তার ঝুলিয়ে সড়ককে পুরনো রূপে ফিরিয়ে নেয় আইএসপি ও ক্যাবল অপারেটররা।
জানা যায়, রাজধানীর সড়কের সৌন্দর্য বাড়াতে এবং কম খরচে নিরবিচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে ২০০৮ সালে ঝুলন্ত তার অপসারণের উদ্যোগ গ্রহণ করেছিল বিটিআরসি। এরই অংশ হিসেবে ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স রাজধানীর অধিকাংশ এলাকায় ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলার কাজ হয়েছে। কিন্তু বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও ক্যাবল টিভি অপারেটররা অভিন্ন এই নেটওয়ার্কে যুক্ত না হয়ে বৈদ্যুতিক খুঁটিতে ক্যাবল টেনেছে। পরবর্তীতে আর কোন কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হয়নি। ফলে আবারও বিপজ্জনক তারের জঞ্জাল রাজধানীর বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুঁটি দখল করে ফেলেছে। তাই বিদ্যুৎ, টেলিফোন, ডিশলাইন ও ইন্টারনেটের জন্য ভূগর্ভস্থ একটি নেটওয়ার্ক তৈরি করে সব সেবাদানকারী সংস্থাকে সেখানে বাধ্যতামূলকভাবে অন্তর্ভূক্ত করতে হবে এবং রাজধানীর ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে হবে। এক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।