খুলনার পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে গড়ইখালী ইউপির বগুড়ার খাল (বদ্ধ) জলমহলটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। আতঙ্কে রয়েছে ইজারাগ্রহণকারী ইজারাদার সমিতি সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির মৎস্য চাষীরা। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ব-স্ব অবস্থানে থেকে দু'পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমিরপুর-নুরপুর মৌজার বগুড়ার খাল (বদ্ধ) জলমহলের ৫ একরের জলাশয় সরকারী নিয়মনীতি মেনে সোনার বাংলা মৎস্যজীবী সমিতি ইজারা গ্রহণ করেন। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ যার দখল নামা দিয়েছেন। সমিতির নেতৃবৃন্দ কর্মচারী রেখে যথানিয়মে মৎস্য চাষ করে আসছেন। কিন্তু ইজারাদার সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন সম্প্রতি পাতড়াবুনিয়া গ্রামের শুকুর আলী সরদারের পুত্র হাফিজুর সরদার, অনন্ত মন্ডলের পুত্র গণেশ মন্ডল এবং খড়িয়া গ্রামের অজিয়ার রহমানের পুত্র আসাদুজ্জামান ওই খাল অবৈধ দখলের জন্য পায়তারা করে আসছে। এমনকি তারা সোনার বাংলা মৎস্যজীবী সমিতির নিয়োগকৃত কর্মচারী পাতড়াবুনিয়া গ্রামের মৃত সুব্রত মন্ডলের রনজিত মন্ডলকে ঘের হতে সরে যাওয়া অন্যথায় মারপিটের হুমকি প্রদর্শন করায় রনজিত বাদী হয়ে পাইকগাছা থানায় হাফিজুর সহ ৩ জনের নামে সাধারণ ডায়েরী করেছে। এ ঘটনায় পুলিশের এসআই প্রকাশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশনা দেন। উল্লেখ্য, ইতোপূর্বে সোনার বাংলা সমিতির পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাফিজুর গংদের বিরুদ্ধে এম.আর ৪৩/১৯নং মামলা দায়ের করলে আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।