পাবনা-নগরবাড়ি মহাসড়কের সুজানগর উপজেলার চিনাখড়া বাস স্ট্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সুজানগরের আন্ধারকোটা গ্রামের আবুল কালামের ছেলে সোহেল রানা (১৬), রায়হান উদ্দিন খানের ছেলে হারুনর রশিদ হারুন (২১) ও সাঁথিয়ার হাসানপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে ভ্যান চালক ইলিয়াস হোসেন (৪০)।
সুজানগর থানার এ,এস,আই রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ওই সোহেল ও হারুন ইলিয়াসের ভ্যানযোগে চিনাখড়া বাস স্ট্যান্ড হয়ে পাবনা-নগরবাড়ি মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী সিলাইন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ৩জন নিহত হয়। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ও মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। ঘাতক বাসকে হাইওয়ে পুলিশ আটক করেছে।