কুষ্টিয়ার দৌলতপর উপজেলার দৌলতপুর গোরস্থানপাড়া গ্রামের মৃত হারসেন মন্ডলের পুত্র মোঃ নজির আলীর বাড়ীতে থাকা তিনলক্ষ সত্তর হাজার টাকা মূল্যের সিএনজি গাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত ৪/৫ জনের সন্ত্রাসী আগুন লাগিয়ে দিয়ে ওই সিএনজি ভুস্মিভুত করে সোমবার দিবাগত রাত ১টার দিকে এ সময় টের পেয়ে নজির আলী ও তার প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টাকালে ঐ সন্ত্রসীরা পালিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।