রংপুরের গঙ্গাচড়ায় বিএডিসির ডিলারের টাকা ছিনতাই ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের মৃত হাজী জহুর আলীর ছেলে বিএডিসি’র ডিলার আবদুর রহমান লেবু (৫৮) গত ৮ আগস্ট রাত ১১টার দিকে বুড়িরহাট সার ব্যবসায়ী আয়নাল হোসেনের নিকট থেকে পাইকারী সার ও বীজ বিক্রয়ের নগদ ১ লাখ ২৭ হাজার ৬২০ টাকা নিয়ে তার সহযোগী শামসুল আলম (৪৫) সহ মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল। ওই ইউনিয়নের হাবু পাঁচমাথা বাজারে পৌঁছিলে ওঁৎ পেতে থাকা হাবু পেয়াদাটারী গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪৫) আশিকুর রহমানের ছেলে সজিব মিয়া (৩৫), হাবু দীঘলটারী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রোকন মিয়া (৪৫) সহ অজ্ঞাত ২/৩ জন হাতে লাঠিশোটা, দা ছোড়া, লোহার রড নিয়ে আবদুর রহমান লেবু ও শামসুল আলমের পথরোধ করে। এ সময় তারা আবদুর রহমান লেবুকে এলোপাতারী মারপিট করে ফুলা জখম করে। হাফিজুল ইসলাম ও সজিবের সহায়তায় রোকন মিয়া পকেটে থাকা ১ লক্ষ ২৭ হাজার ৬২০ টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আবদুর রহমান লেবু ওই ৩ জনসহ আরো ২/৩ জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।