বাগেরহাট জেলার ফকিরহাটে করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার দাশের সুস্থতা কামনায় উপজেলা কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় কালি মন্দিরে পৃথকভাবে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল কেন্দ্রীয় মসজিদে আসরবাদ দোয়া অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী পিনু, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম ও ৯টি ওয়ার্ড আওয়াামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা যায় - স্বপন দাশের অসুস্থতায় বাগেরহাট-১ আসনের এম,পি শেখ হেলাল উদ্দিন সার্বক্ষনিক তার খোঁজ খবর নিচ্ছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। অপরদিকে একই দিনে উপজেলা পুজা উৎযাপন পরিষদ ও ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দীর কমিটির নেত্ববৃন্দের উদ্যোগে সন্ধ্যায় মন্দীর প্রাঙ্গনে এক প্রার্থনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্তমদক বাবু, নির্মল দাশ, প্রজিৎ মজুমদার, গেবিন্দ পাল, রতন কৃষ্ণ রায়, অসিম দেবনাথ,শ্যামল ঘোষ,মুরারী মোহনপাল,বিধানসাহা,অপূর্ব কান্তি ঘোষ সহ অন্যান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।