লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সোমবার বিকেলে সম্মিলিত গ্রামবাসীর উদ্যোগে ফতেহপুর-লামচর সড়কে মনিববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামবাসী হাজী সহিদ ড্রাইভার,রফিক উল্যাহ,আব্দুল কাদের,রেহানা,খোরশেদা বেগম সহ কয়েকজন বলেন,এলাকাবার চিহিৃত সন্ত্রাসী মিঠু দীর্ঘ কয়েক দিন থেকে ঢাকার সদড় ঘাটের কাপড় ব্যবসায়ী ফতেহপুর গ্রামের আহসান উল্যাহর পুত্র আনিসুর রহমানের কাছে চাঁদা দাবী করে আসছে। ওই টাকা না দেওয়ায় মিঠু এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ফারুক,কামরুল,খোকন সহ ৮/১০জনের গ্রুপ পরিকল্পিত ভাবে ৪ আগস্ট ফতেহপুর ব্রিজের গোড়া এবং ৯ আগস্ট মুন্সী মসজিদ বাড়িস্থ ব্যবসায়ী আনিসুর রহমানের এবং পাশ্ববর্তি বাড়ির তার শ্বশুর হারুনের বসতঘরে হামলা করে। সৃষ্ট ঘটনায় আনিসুর রহমানের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে সোমবার লক্ষ্মীপুর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল,রামগঞ্জ আদালতে ৯জনের নাম উল্লেখ করে একটি মামলা করলে আসামিরা ক্ষীপ্ত হয়ে উঠে। ব্যবসায়ী আনিসুর রহমান বলেন,একের পর এক আমার ও আমার স্বজনদের উপর এবং বসতঘরে হামলা করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের কুরুচিপুর্ন প্রচার করা হচ্চে। এতে গ্রামবাসী আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করতে মানববন্ধন করে। এ ব্যাপারে বারবার যোগাযোগ করে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।