নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়কে বরণ করে নেয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়া হয়।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসার নতুন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিলয় কুমার প্রামানিক, ডা. সৌরভ কুমার চক্রবর্তী, ডা. রেশমি আহমেদ, ডা. রিংকি সেনসহ কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান গত ২৮ জুলাই বদলি হয়ে ঢাকার কেরানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এতে করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদটি শুন্য হয়ে যায়। এ অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন ৮দিন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্বাহী আদেশে আবাসিক চিকিৎসক বিজয় কুমার রায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। অন্যদিকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের দায়িত্বপ্রাপ্ত হন ডা. নিলয় কুমার প্রামানিক।