নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, হাজরাপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সঙ্গে প্রতিবেশি ওয়াহেদ আলী জমি নিয়ে দীর্ঘদিন ধরে েিবাধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ওয়াহেদ আলী আমন ধানের চারা রোপণ করেন। পরবর্তীতে মোজাম্মেল হক ওই জমিতে সার প্রয়োগ করলে বিরোধ চরম আকার ধারণ করে। জের ধরে রোববার সন্ধ্যার দিকে মোজাম্মেল হককে আটক করে ওয়াহেদ পক্ষের লোকজন মারপিট শুরু করলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ওয়াহেদ আলী (৪৮), হারুনুর রশিদ (৩৫), আলমগীর হোসেন (৪০), আকবর আলী (৫৫), মোজাম্মেল হক (৫৫), আকাশ (১৬), নার্গিস বিবি (৪০) ও আবদুস সামাদ (৪৫) আহত হন। এদের মধ্যে ওয়াহেদ আলী ও হারুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেননি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।