মোল্লাহাটে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির নিয়মিত সভা ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ ইং বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা জেজেএস-এর উদ্যোগে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ)-এর আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, কে,আর, কলেজ অধ্যক্ষ এল জাকির হোসেন ও জেজেএস’র উপজেলা সমন্বয়কারী মোঃ মামুন-অর-রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান-শিকদার উজির আলী, শেখ রেজাউল কবীর ও মোঃ বাবলু মোল্লা, প্রধান শিক্ষক এসএম ফরিদ আহম্মেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, জেজেএস’র উপজেলা সমন্বয়কারী নব কুমার শাহাসহ কমিটির বিভিন্ন স্তরের সদস্য বৃন্দ।