লক্ষ্মীপুরের রামগঞ্জে তানজিলা রহমান আয়না (২৪) নামের ৯মাসের অন্তসত্তা এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রামগঞ্জ থানার পুলিশ ওই গৃহবধুর স্বামী জহিরুল ইসলামকে গ্রেফতার করে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে ৮আগষ্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের সাউধের খিল গ্রামের মোল্যা বাড়িতে। জহিরুল ইসলাম জনি মোল্যা বাড়ির মোঃ মহসিন মোল্যার বড় ছেলে। সৃষ্ট ঘটনায় মৃত তাজিলার বড় ভাই সাইফুর রহমান বাদী হয়ে ৫জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মৃত গৃহবধু তানজিলা আক্তার আয়না ঢাকা ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ৯আগষ্ট রোববার দিবাগত গভীর রাতে লাশ বরিশাল তার পিত্রালয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের মোল্যা বাড়ির মহসিনের ছেলে মোঃ জহিরুল ইসলাম জনির সাথে ২০১৬ইং সনে বরিশাল সদর কাউনিয়া থানার পান্থপথ নাবিকনীড়ের ভাটিখানা গ্রামের সাইদুর রহমানের মেয়ে তানজিলা আক্তারের বিয়ে হয়। পরিবারের লোকজন তানজিলার আগের আরেকটি বিয়ের সংবাদ গোপন রেখে জনির সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে। বিষয়টা জানাজানি হলে দুই পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। পরে দুই পরিবারের দফায় দফায় বৈঠকের পর তানজিলাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ সাউধেরখিল গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসে। এরই ফাকে গৃহবধু অন্তসত্তা হয়ে গত ৯ মাস স্বামীর বাড়ির বসবাসের একপর্যায়ে গত ৮আগষ্ট শনিবার সকাল ১১টায় অসুস্থবোধ করলে স্বামী জনি দ্রুত প্রথমে একটি প্রাইভেট হাসপাতাল ও পরে রামগঞ্জ সরকারী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তানজিলার ভাই বোনের মৃত্যুর সংবাদ পেয়ে বরিশাল থেকে রামগঞ্জ এসে স্বামী জহিরুল ইসলাম ও তার বাবা, মা,চাচী এবং ছোট ভাই সহ ৫জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গৃহবধু তানজিলার মৃত্যুর পর থেকে শশুর-শাশুড়ী দেবর চাচী শাশুড়ী পলাতক রয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাই সাইফুর রহমান জানান, আমার বোনকে জনি ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। বেশ কয়েক মাস থেকে তানজিলার স্বামী আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে আমার বোন মাঝে মাঝে গোপনে আমাদের সাথে কথা বলতো। শুক্রবার রাতেও সে আমাদের সাথে কথা বলেছে। শনিবার সকালে তার স্বামী জনি ফোন করে আমাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
রামগঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গৃহবধু তানজিলা মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বামী জহিরুল ইসলাম জনিকে গ্রেফতার করে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।