“করোনা ভাইরাস মহামারীতে আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা, শিক্ষক নিয়োগ, সরকারি চাকুরিতে কোটার পূর্ণ বাস্তবায়ন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার দাবিতে সোমবার দুপুরে সরাইগাছি মোড়ে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা নিরেন পাহান। এতে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি মহেন্দ্র পাহান, আহবায়ক ধীরেন লাকড়া, যুব আদিবাসী পরিষদ নওগাঁ জেলা সভাপতি মার্টিন মূরমু, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রিয় সহসাংগঠনিক সম্পাদক দিলিপ পাহান, সদস্য নুকুল পাহান, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সভাপতি আইচন পাহান, ছাত্র নেতা এমেলিউস পাহান, পোল কেরকাটা, সূচি মিনজ্ ও রীতা পাহান সহ আদিবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।