করোনা ভাইরাস সংক্রমণে ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারাগেছেন চল্লিশোর্ধ শংকর অধিকারী। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭জন। আর জেলায় করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭৮ জনের মারা যায়। এরমাঝে সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০৬ জনের। এর মধ্যে নতুন করে আরো শনাক্ত হয়েছে ৪৬ জনের। এর মধ্যে সদরে ৩০ জন,রামগতি ৯ জন,রায়পুরে ৫ জন,রামগঞ্জে ০২ জন
করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫ শত ৭৩ জনে পৌঁছালো। আক্রান্তদের মধ্যে রয়েছে,চিকিৎসক,জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবি, ব্যাংক কর্মকর্তা কর্মচারী রয়েছে। তবে করোনা ও উপসর্গ নিয়ে মোট মারা গেছে ৭৮ জন।
এদিন সুস্থ্য হয়েছেন ০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১১৮৮জন। তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার। এদিকে অনেক ক্ষেত্রে মানুষ স্বাস্থ্যবিধি মানছেননা। যার ফলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে করোনা সংক্রমনের সংখ্যা আরো বাড়তে পারে চিকিৎসকরা আশঙ্কা করছেন।