নওগাঁর মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৮ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপির দেওয়া বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ ইউনিয়নে বিতরণ ও রোপণ করা হয়।
এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। সভায় অন্যান্যের বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদে বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা সেচ্ছাবেক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ রিজভী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল মাহমুদ বুলেট প্রমুখ।