মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ ভাবে পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা কর্মকর্তা ইনচার্জ কাজি গোলাম কবীর, কে,আর, কলেজ অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, এস কে হায়দার মামুন, শেখ রেজাউল কবীর ও মোঃ বাবলু মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অ্যাকাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, আওয়ামী লীগ নেতা বীর-মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, আওয়ামী লীগ নেতা চৌধূরী মনিরুজ্জামান, লস্কর হুমায়ূন কবির ও মনোজ কুমার পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধী প্রমূখ।