ঢাকাণ্ডসিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার টোল প্লাজা থেকে রোববার সালে সাড়ে তিনকেজি ভারতীয় অবৈধ গাজাসহ হৃদয় নামে একজনকে আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার এটএিসআই রুপক জানান,রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকাণ্ডসিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার টোল প্লাজা অতিক্রম করার সময় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় হৃদয়কে তল্লাসী করে তার ব্যাগ থেকে তিনকেজি ৫শ গ্রাম গাজা পাওয়া যায়।পরবর্তীতে হৃদয়কে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,মাদকের আশুগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষনা করেছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ আরোজানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানায়,সে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সীমান্ত এলাকা বিজয়নগর থেকে ডাকা নিয়ে যাচ্ছিল গাজা। আশুগঞ্জ হয়ে দেশের কোথাও মাদক পাচার করতে দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।তিনি বলেন,মাদক দেশের যুব সমাজকে ধংস করে দিচ্ছে।তাই মাদকের বিরোদ্ধে সমাজের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ প্রতিেিরাধ গড়ে তোলার আহবান জানান। হৃদয়ের গ্রামের বাড়ি:-পূর্ব স্বরমঙ্গল, উপজেলা/থানা- রাজৈর, জেলা মাদারীপরের নাজির মোল্লার ছেলে।তার বিরোদ্ধে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।