পাবনার সুজানগরে চলতি বর্ষার ভরা মৌসুমে পদ্মা নদীতে মাছের দেখা মিলছেনা। এতে উপজেলার প্রায় ৬হাজার মৎস্যজীবী তাদের পরিবারপরিজন নিয়ে বিপাকে পড়েছেন।
উপজেলার শ্যামনগর গ্রামের ভুক্তভোগী মৎস্যজীবী সোহেল মোল্লা জানান, প্রত্যেক বছর পদ্মা নদীতে বর্ষার নতুন পানি আসলে ইলিশ মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে চিংড়ি, চাপিলা, বেলে, গুলশা এবং বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। গত বছরও এ সময় পদ্মায় প্রচুর পরিমাণে ওই সকল মাছ পাওয়া যায়। কিন্তু এ বছর চলতি বর্ষার ভরা মৌসুমেও পদ্মা নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছেনা। মাঝে মধ্যে কিছু চিংড়ি এবং বেলে মাছ পাওয়া গেলেও তা বিক্রি করে মৎস্যজীবীদের নৌকার তেল, জাল-দড়ি এবং শ্রমিক খরচও উঠছেনা। উপজেলার নারুহাটি গ্রামের মৎস্যজীবী সনাতন হালদার বলেন চলতি বর্ষা মৌসুমে পদ্মা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করার আশায় অধিকাংশ মৎস্যজীবী ৩/৪লক্ষ টাকা খরচ করে নৌকা ও জাল-দড়ি কিনে নদীতে নেমেছেন। এদের মধ্যে ২/৪জন আবার দাদন নিয়েও নৌকা ও জাল-দড়ি কিনেছেন। কিন্তু পদ্মা নদীতে এখন পর্যন্ত ইলিশতো দূরের কথা অন্যান্য মাছও তেমন ধরা পড়ছেনা। ফলে মৎস্যজীবীরা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে যে সকল মৎস্যজীবীরা দাদন নিয়ে নৌকা ও জাল-দড়ি কিনেছেন তারা হতাশায় ভুগছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন এ সময় নদীতে গভীর পানি থাকার কারণে মাছ কম ধরা পড়ছে। বর্ষার পানি কমে গেলে বেশি বেশি মাছ ধরা পড়তে পারে।