"বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ জন নারীর মাঝে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর পোরশার প্রশিক্ষক ওমর ফারুক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।