“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক, শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই শ্লোগান নিয়ে শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে পালিত হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জয় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়।প্রমুখ।
অনুষ্টান শেষে ৬ জন বিধবা ও স্বামী পরিত্যাক্ত নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।