ডুমুরিয়ার বাদুড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লতিফ দফাদার ও তার সহযোগীরা এক মৎস্য ঘের মালিকের ঘের হতে ৪ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পোনা ও বড় মাছ চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী ঘের মালিক জাহাঙ্গীর কবির মিলন গত বৃহস্পতিবার ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার বাদুড়িয়া গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির মিলন স্হানীয় বানডাঙ্গা বিলে এলাকার সাধারণ জমি মালিকদের কাছ থেকে জমি লীজ(হারি) নিয়ে দীর্ঘদিন ধরে ঘের ভেড়ী দিয়ে মাছ চাষ করে আসছেন। স্থানীয় লতিফ দফাদার ও তার পুত্রগণ ওই জমি লীজ নেয়ার জন্যে নিলাম ডাকের প্রতিযোগীতা করে ব্যর্থ হন। এ পর্যায়ে লতিফ দফাদার ও তার পুত্রগণ মিলনকে ঘের থেকে উচ্ছেদ করতে নানা ভাবে ষড়যন্ত্র করতে থাকেন। তারই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মিলন ঘের থেকে ভাত খেতে বাসায় আসলে সেই সুযোগে লতিফ দফাদার ও তার পুত্র মুকিত দফাদারের নেতৃত্বে আরো চার পুত্র মিলনের ঘেরে অনাধিকার প্রবেশ করে ঘেরে বেঁড়ি বাঁধ কেটে দিয়ে ঘেরের মাছ লতিফ দফাদারের পার্শ্ববর্তী মৎস্য ঘেরে নিয়ে যায়। খবর পেয়ে মিলন বাঁধা দিতে গেলে এবং বাঁধ কাঁটার কারণ জানতে চাইলে তাকে মারতে উদ্যতসহ জীবন নাশের হুমকি দেয়। অভিযোগর বিষয়ে বিবাদী মুকিত দফাদারের কাছে জানতে চাইলে তিনি জানান,মিলনের ঘের সংলগ্ন আমার একটি ঘের রয়েছে। আমি সেখান থেকে মাছ তুলে নদীর ওপার আমাদের অন্য একটি ঘেরে দিয়েছি। মিলনের ঘের থেকে মাছ চুরির অভিযোগ তিনি অস্বীকার করেন। এ প্রসঙ্গে অভিযোগের তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস,আই আলমগীর হোসেন বলেন, আজ(শনিবার) ওসি স্যার বিষয়টি তদন্ত করতে আমার উপর দায়ীত্ব দিয়ে ছিলেন। আমি ঘটনাস্হলে যেয়ে স্হানীয় লোকজনের সাথে কথা বলে চুরি যাওয়া মাছের পরিমান নিরুপন করা না গেলেও অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। আমি বিষয়টি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবো।