নওগাঁর মান্দায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের মধ্যদিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে ইউএনওর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান প্রমুখ। শেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থার ছয়জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, ছাত্রলীগনেতা সাইদুর রহমান প্রমুখ। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।